Sunday 6 March 2011

কবিতারা বিদ্ধ করে যায়

কবিতারা বিদ্ধ করে যায়
কবিতারা বিদ্ধ করে যায় /

কবিতারা বিদ্ধ করে যায় 
জন্মেও ভাবিনি শব্দেরা এমন করে 
কবিতার কথা লিখতে গিয়ে দেখি    
চারিদিকে সব অস্ত্র শস্ত্র আমার /
তীক্ষ্ণ শানিত ছোরা,শূল,ত্রিশূল 
আমার পাঁজর ভেদ করে 
আমাকে এফোঁড় ওফোঁড় করে দ্য়ে

চেতন অবচেতন সব তোলপাড়
অতীত-বর্তমান আগুনের মুখে 
রাত জুড়ে শুধু রক্তের স্রোত 
বাতাস হীন ,শব্দ -হীন শবের মতো পড়ে থাকা 

কবিতারা বিদ্ধ করে যায় /
ভাবতে গেলেই 
কবিতারা বড় বিদ্ধ করে যায় বুকের ভিতর //  

Monday 21 February 2011

অনভ্যাসে


অনভ্যাসে 
যে জাহাজ ফিরবে না, তাকে ভাসিয়ে  দিয়ে  এসেছে আমারি  পুরনো  কোনো  দিন/
তবুও মাঝে মাঝে  কেনো বন্দরে যাওয়া /
হয়েতো বন্দরের পথে হেঁটে যেতে ভালোলাগে ,বন্দরের পথে ..........

এখোনো নগর কিছু রয়ে গেছে  
এখোনো শব্দ রং ছবি আঁকে
এখোনো কোনো ও মুখ  হয়েতোবা 

তবুও সব শব্দ উছারনের জন্য না 
সব কথাও লিখবার জন্য না 
কিছু উচ্ছারন ভিতরে থাক ,কিছু শব্দ  
যা আমিও একদিন অনভ্যাসে ভুলে যাব /

Sunday 20 February 2011

সুরা নয়ে হায় হে সাকি

(আমি অনেক আগে কিছু শের/ শায়েরী কে বাংলাতে অনুবাদ করেছিলাম ই/ সেগুলো এখানে তুললাম. নিচে হিন্দী শের/ শায়েরী টা লেখা আছে )





সুরা  নয়ে  হায় হে সাকি
সুরা  নয়ে  হায় হে সাকি , 
আসলে তোমার  দুচোখ  
তাহাতেই  মাতাল  থাকি 
মিছে  দোষে  সুরায় লোক  /


ORIGINAL :


में  समझता  हूँ  तेरी  अश्वोगिरी  की  सखी  
काम करती  है  नज़र , नाम   हैं  पैमाने  की  /

                                 -  जलील  मानिकपुरी





এখোনো মেয়ে ছোট্ট আছিস


(আমি অনেক আগে কিছু শের/ শায়েরী কে বাংলাতে অনুবাদ করেছিলাম ই/ সেগুলো এখানে তুললাম. নিচে হিন্দী শের/ শায়েরী টা লেখা আছে )

এখনো  মেয়ে   ছোট্ট আছিস 

এখোনো  মেয়ে   ছোট্ট আছিস   
হারিয়ে  দিবি আঁচল   খুলে  
ইচ্ছে  মতন  সাজাই  যদি  
নাকের  নোলক  ,কানের  দুলে  /

তার  চেয়ে  তা  রইলো  রাখা  
মুঠোর  ভিতর  পাতায়  ঢাকা  
উঠবি  যখন  ডাগর  হয়ে  
আপন  ঘরে  খুলিস  আকা  /  


ORIGINAL :

अभी  कमसिन  हो  ,कही  खो  डौगी दिल  मेरा  
तुम्हारे  लिए  रखा  है   , ले  लेना  जानवा  होकर  /



(Image : Courtesy : Google Images)

Friday 18 February 2011

প্রত্যাবর্তন

  Pratyaborton
এই প্রথম প্রত্যাবর্তন আমার /


এই প্রথম ফিরে আসা /


শব্দ,গন্ধ, শরীর,


যা,যা,মনের কাছাকাছি ছিল 


সব ছুঁয়ে ছুঁয়ে  ফিরে আসা / 

ছোঁয়াছুয়ী  মাখামাখি করা ছিল সব ,সবকিছু/
কাছে ছিল /কাছেই তো ছিল কত নাম /
এখনো  তো কাছেই রয়েছে তারা 
এখনো  দীর্ঘ শব্দ ,দীর্ঘ কথা/
এখনো জলের বাতাসের  ছোঁয়াছুয়ী 

এখনো স্বপ্নে মায়ের মুখ 
ভাই ফোটার দিন মন খারাপ 
স্মৃতিতে পুরোনো ভালোলাগা 

তারপর হেঁটে হেঁটে  তারপর পায়ে পায়ে 
অনেক পথ অনেক সময় অনেক সঞ্চিত স্বপ্ন 
সব কিছু দিয়ে টিকিট কেটে ঘরে ফিরে আসা /
পরবাসে ছিলাম বহুদিন;
দীর্ঘ দিন পর , এই প্রথম আমার ঘরে ফেরা // 


(Image : Courtesy : Google Images)

তুমি

                                                                                                      
Tomar Ghore
তোমার  ঘরে  পা  রাখতে  গিয়ে
মনেই  হয় পদ্ম পাতায় জল
নিচের থেকে কখন যাবে সরে 
আমার শুধু স্থবির হবার ছল

সহজ কথা  সহজে  দাও মুছে 
তাও  হাতে তোমার  হাত  রাখলেই  ঘর 
আমার বুকে বারণ করা ঝড়্র 
তবু  তোমার চোখেই স্বপ্ন নির্ভর /


(Image : Courtesy : Google Images)

About Me

I am a homemaker,mother, amateur poet, excellent cook, etc etc etc

MY Recent Visitors