কবিতারা বিদ্ধ করে যায় |
কবিতারা বিদ্ধ করে যায়
জন্মেও ভাবিনি শব্দেরা এমন করে
কবিতার কথা লিখতে গিয়ে দেখি
চারিদিকে সব অস্ত্র শস্ত্র আমার /
তীক্ষ্ণ শানিত ছোরা,শূল,ত্রিশূল
আমার পাঁজর ভেদ করে
আমাকে এফোঁড় ওফোঁড় করে দ্য়ে
চেতন অবচেতন সব তোলপাড়
অতীত-বর্তমান আগুনের মুখে
রাত জুড়ে শুধু রক্তের স্রোত
বাতাস হীন ,শব্দ -হীন শবের মতো পড়ে থাকা
কবিতারা বিদ্ধ করে যায় /
ভাবতে গেলেই
কবিতারা বড় বিদ্ধ করে যায় বুকের ভিতর //