তবুও মাঝে মাঝে কেনো বন্দরে যাওয়া /
হয়েতো বন্দরের পথে হেঁটে যেতে ভালোলাগে ,বন্দরের পথে ..........
এখোনো নগর কিছু রয়ে গেছে
এখোনো শব্দ রং ছবি আঁকে
এখোনো কোনো ও মুখ হয়েতোবা
তবুও সব শব্দ উছারনের জন্য না
সব কথাও লিখবার জন্য না
কিছু উচ্ছারন ভিতরে থাক ,কিছু শব্দ
যা আমিও একদিন অনভ্যাসে ভুলে যাব /